বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪

শিশু সাহিত্যিকদের সাথে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শিশু সাহিত্যিকদের সাথে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ

‘খ্যাতিমান শিশু সাহিত্যিক মনজুর কাদের-এর সাথে এক বিকেল’ অনুষ্ঠানে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুরের শিল্পী ও কর্মকর্তাবৃন্দ সমবেত হয়েছিল গতকাল ১৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে। অনির্ধারিত ও অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানটি সংগঠনের শিল্পী, কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও অতিথিদের সম্মিলনে প্রাণবন্ত হয়ে ওঠে। সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এবং প্রধান উপদেষ্টা কাজী শাহাদাতের সভাপ্রধানে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের বরণ করে সঙ্গীত পরিবেশন করেন প্রত্ন পীযূষ বড়ুয়া, তাশফিয়া ফাহমি ও প্রখর পীযূষ বড়ুয়া। মনজুর কাদের-এর ছড়া পাঠ করেন তাশফিয়া ফাহমি, কবিতা আবৃত্তি করেন রূবাইয়া হোসেন। বক্তব্য রাখেন ছড়াকার মনজুর কাদের, বিদিত শিশু সাহিত্যিক জাকির হোসেন কামাল, আসাম হতে আগত গবেষক বিবেকানন্দ মহন্ত ও অনন্যা দাস অনু। সভাপ্রধানের বক্তব্য রাখেন কাজী শাহাদাত ও ধন্যবাদ জ্ঞাপন করেন কে এম মাসুদ। কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান আসাম হতে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন। ছড়াকার মনজুর কাদেরকে উত্তরীয় পরিয়ে দেন জাকির হোসেন কামাল, আয়শা আক্তার রূপা ও অনন্যা দাস। আরো অতিথি ছিলেন হোমায়রা কামাল, সুলতানা পারভীন ও মনজুর কাদেরের অনুজ ভ্রাতা-ভ্রাতৃবধু এবং ছোটবোন। সংগঠনের পক্ষ থেকে অতিথিদের বই উপহার দেয়া হয়। এ অনুষ্ঠানটি সমন্বয় করেন সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়