প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
পুরাণবাজারে একুশের সংগীত প্রতিযোগিতা
![পুরাণবাজারে একুশের সংগীত প্রতিযোগিতা](/assets/news_photos/2023/02/20/image-29835-1676873084bdjournal.jpg)
অমর একুশে উপলক্ষে চাঁদপুর পুরাণবাজার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উদয়ন কচিকাঁচা সংগীত মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী একুশের এবং দেশের গানের প্রতিযোগিতায় অংশ নেয়।
|আরো খবর
প্রতিযোগিতার উদ্বোধন করেন শহিদ দিবস উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ।
পুরাণবাজার মার্চেন্টস্ একাডেমির সিনিয়র শিক্ষিকা অঞ্জনা সাহার সভাপতিত্বে ও উদ্যাপন পরিষদের মহাসচিব ব্যাংকার মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতার আয়োজনে উপস্থিত ছিলেন পুরানবাজার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রফিক আহমেদ মিন্টু, যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, আখনবাড়ি সপ্রাবির প্রধান শিক্ষক ক্ষমা বণিক, প্রতিযোগিতা উপ-পরিষদের সদস্য সচিব লিটন সরকার, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, সদস্য অভিজিৎ আচার্যীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শংকর আচার্যী, বিমল দে ও ছবি ঘোষ।