বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১৩:৩৭

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

রেকর্ড ছুঁয়ে শিরোপার অপেক্ষা ব্রাজিল কোচ তিতের

অনলাইন ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

রেকর্ড হাতছানি দিচ্ছিল তিতোকে। ব্রাজিলকে ফাইনালে নিয়ে যেতে পারলেই ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি মারিও জাগালোর অনন্য রেকর্ড। মিশন আপাতত সফল। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পা রেখেছে ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে সেই লুকাস পাকেতার গোলেই টানা দ্বিতীয়বারের মতো উঠে গেছে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সেলেসাওরা। দলের এই সাফল্যের পথ ধরে কোচ তিনিও ইর্ষণীয় উচ্চতায়!

দেশটির সাবেক কোচ কিংবদন্তি মারিও জাগালোর অধীনে কোপায় ১২ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল ব্রাজিল। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন তিতে। বিস্ময়কর ব্যাপার হলো ১২ অপরাজিতের মধ্যে ৯টিতেই কোনো গোল হজম করেনি কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।

এবার নিয়ে তিতের নেতৃত্বে টানা দ্বিতীয় ফাইনাল খেলবে নেইমাররা। শেষবার ট্রফি জিতে হাসিমুখে মাঠ ছেড়েছিল তারা। ফের সেই সুযোগ এসে যাচ্ছে তাদের সামনে। ফাইনালে আর্জেন্টিনা অথবা কলম্বিয়াকে পাচ্ছে তারা।

তবে মারিও জাগালোর একটা রেকর্ড ছোঁয়া আপাতত দৃ্টিতে অসম্ভব তিতের জন্য। ফুটবলার ও কোচ হিসেবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ ১৯৯৭ সালে তার দলকে টানা ১৪টি ম্যাচ জিতিয়েছিলেন। এটিই ব্রাজিলের রেকর্ড। তবে দক্ষিণ আমেরিকান রেকর্ডটা ছোঁয়া খুব সম্ভব নেইমারদের কোচের পক্ষে। তবে তা করতে হলে আগামী ১৮ ম্যাচে জেতা চাই তার দলের। তাহলেই কোচ চিয়ার ৯০ শতাংশ জয়ের রেকর্ড ছুঁতে পারবেন তিতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়