প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২২:০৮
বাংলাদেশের বোলিং তান্ডবে যেভাবে উইকেট হারালো অস্ট্রেলিয়া

যেকোন জয়ই আনন্দের। আর তা যদি হয় বিশ্ব বিখ্যাত দলের সাথে রেকর্ড গড়ে তবেতো কথাই নেই। এত কম রান তাড়া করে বাংলাদেশ এর আগে কখনোই জিতেনি। আজ মাত্র ১৩১ রানের পুঁজিতে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত বেধে ফেলেছে মাত্র ১০৮ রানে। অজিরা হারিয়েছে পুরো ১০ উইকেট। চাঁদপুর কণ্ঠের পাঠকদের জন্য রোমাঞ্চকর সেই ১০টি উইকেটের পতন কিভাবে হয়েছে তা তুলে ধরা হলো।
|আরো খবর
ইনিংসের প্রথম বলে মেহেদির উইকেট:
মেহেদির ঘুর্ণিতে প্রথম বলেই অস্ট্রেলিয়াকে বোকা বানালো বাংলাদেশ। এর চেয়ে ভালো শুরু আর কিইবা চাইতে পারত বাংলাদেশ! প্রথম বলেই মেহেদী হাসান এনে দিলেন ব্রেক থ্রু। টার্ন করবে ভেবে খেলেছিলেন অ্যালেক্স ক্যারি, তবে রাউন্ড দ্য উইকেট থেকে করা বলের লাইন মিস করে হয়েছেন বোল্ড। শূণ্য রানে
দ্বিতীয় ওভারে নাসুমের উইকেট:
ম্যাচের ২য় ওভারে নাসুমের ফ্লাইট, সঙ্গে টার্ন- জশ ফিলিপের জন্য যথেষ্ট হলো সেটিই। নাসুম আহমেদের এক বল আগেই ছয় মেরেছিলেন, তবে ফিলিপে বাঁচলেন না আর। স্টাম্পিংয়ের ক্ষেত্রে টিভি আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষাই করেননি তিনি। ১০ বলের মাঝেই নেই অস্ট্রেলিয়ার ২ উইকেট!
৩য় ওভারে সাকিবের ঘুর্ণি:
ম্যাচের ৩য় ওভারে সাকিবের শিকার ময়জেস হেনরিকস। সাকিবের ধীরগতির ফুললেংথের বলটা সুইপের চেষ্টা করেছিলেন হেনরিকস, ডানদিকে সরে গিয়ে। সফল হননি, হয়েছেন বোল্ড। ২.১ ওভারেই তৃতীয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
মোস্তাফিজের ক্যাচে ৪র্থ উইকেট:
১০ম ওভারে চতুর্থ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, ভেঙেছে মার্শের সঙ্গে ওয়েডের ৪৫ বলে ৩৮ রানের জুটি। ১০ ওভারে নাসুম আহমেদ বোলিংয়ে ফিরলেন, পেয়ে গেলেন উইকেট। লেগস্টাম্পের বেশ বাইরে নিরীহ বলটা ম্যাথু ওয়েড ছেড়ে দিলে হতে পারতো ওয়াইড। সেটিতেই শট খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ফাইন লেগে ভালো ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
হিট আউটের ৫ম উইকেট:
নাসুমের নীচু হওয়া বলটা ঘুরিয়েছিলেন অ্যাগার, তবে ভার সামলাতে গিয়ে পেছনে গিয়েছিলেন একটু। তাঁর পা এলোমেলো করে দিয়েছে স্টাম্প। নাসুম আহমেদ পেয়েছেন ইনিংসে নিজের তৃতীয় উইকেট, অস্ট্রেলিয়া হারিয়েছে ৫ম উইকেটটি। বল গিয়েছিল ফাইন লেগের দিকে। নুরুল হাসান তাকিয়ে ছিলেন সেদিকেই। খানিকবাদে স্টাম্পের দিকে তাকিয়েই শুরু করলেন উল্লাস। অ্যাশটন অ্যাগার যে হয়েছেন হিট-উইকেট!
শরীফুলের দুর্দান্ত ক্যাচে ৬ষ্ঠ উইকেট:
দারুণ ফর্মে থাকা মার্শকে নিজের শেষ ওভারে এসে ফেরালেন নাসুম আহমেদ। ঝুলিয়ে দেওয়া বলটায় স্লগ সুইপ করতে গিয়েছিলেন মার্শ, তবে হয়েছেন টপ-এজড। স্কয়ার লেগ থেকে বেশ খানিকটা ছুটে এসে দারুণ ক্যাচ নিয়েছেন শরীফুল। নাসুম পেয়েছেন চতুর্থ উইকেট, অস্ট্রেলিয়া হারিয়েছে ষষ্ঠটি।
কাটার মাস্টারে বোলিংয়ে ৭ম উইকেট:
ইনিংসের শুরুটা অন্যরকম ছিলো। স্পিনরা হানা দিয়েছে অজি শিবিরে। মোস্তাফিজকে যেন শেষের জন্যই জমিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ। মোস্তাফিজ এলেন, কাটারে ধোঁকা দিলেন টার্নারকে। তুলে মারতে গিয়ে ক্যাচ তুলেছেন টার্নার, অস্ট্রেলিয়া ডুবেছে আরেকটু। বাংলাদেশ এগিয়ে গেলো জয়ের আরেকটু কাছে।
শরীফুলের জোড়া আঘাতে ৮ম-৯ম উইকেট:
১৯তম ওভারটি লাকি ওভার ছিলো শরীফুলের প্রথমে অ্যান্ড্রু টাই, এরপর অ্যাডাম জাম্পা। ১৯তম ওভারে এসে দুজনকেই ফেরালেন শরীফুল। ১০৪ রানে ৯ম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। মাহমুদুল্লাহর ক্যাচটি ছিলো দারুণ আত্মবিশ্বাসী।
ফিনিশিং টানলেন কাটার মাস্টার:
ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজ নিলেন নিজের দ্বিতীয় ও অস্ট্রেলিয়ার ১০ উইকেট। কাটার মাস্টারের কাটিং বোলে সরাসরি বোল্ড আউট হয়ে শেষ হলো ইনিংস। বাংলাদেশ জয়ী হলো ২২ রানে। প্রথমবারের মত টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ।