প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
এক যুগ পর গৃদকালিন্দিয়া মাঠে শুরু হচ্ছে ক্রিকেটের মহোৎসব
২৬ জানুয়ারি উদ্বোধন চেয়ারম্যান কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ॥ সরাসরি সম্প্রচার (লাইভ) হবে প্রতিটি ম্যাচ
সেই ২০১২ সালে তৎকালীন সময়ের ক্রীড়াপ্রেমিক শরিফ হোসেন খানের প্রচেষ্টায় ও ব্যবস্থাপনায় গৃদকালিন্দিয়ার মাঠে যে বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, এরপর ক্যালেন্ডারের পাতার হিসেবে কেটে গেছে একযুগেরও বেশি সময়। পরবর্তী সময়ে মাঝখানে গৃদকালিন্দিয়ার মাঠে বড় পরিসরে বেশ ক'বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন হলেও লম্বা একটা সময় ক্রিকেট উন্মাদনা থেকে বঞ্চিত ছিলো এই অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট উৎসবের অপেক্ষায় থাকা সেই সব তৃষ্ণার্ত ক্রিকেটপ্রেমীর জন্যে ভালো খবর হচ্ছে, মৌলভী আইউব আলী খান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে আগামী ২৬ জানুয়ারি এক যুগ পর গৃদকালিন্দিয়ার মাঠে শুরু হতে যাচ্ছে ব্যাট-বলের মহোৎসব--চেয়ারম্যান কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর আয়োজন। ইতঃমধ্যে স্থানীয় ক্রীড়া সংগঠকরা এক সুতোয় এসে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফ হোসেন খানকে প্রধান আহ্বায়ক করে গঠন করেছে ২০ সদস্যের টুর্নামেন্ট পরিচালনা পর্ষদ।
বৃহৎ পরিষদের হৈ-হুল্লোড়ময় একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সব পরিকল্পনার পাশাপাশি সম্পন্ন হয়ে গেছে অধিকাংশ কাজ। প্রস্তুত হয়ে গেছে টুর্নামেন্টের জন্যে নির্ধারিত ক্রিকেট গ্রাউন্ডও। চলছে অংশগ্রহণেচ্ছুক দলগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম। সব ঠিকঠাক থাকলে যথাসময়েই মাঠে গড়াবে টুর্নামেন্টের কর্মযজ্ঞ।
টুর্নামেন্টের ব্যতিক্রমী অংশ হিসেবে থাকছে প্রতিটি ম্যাচ ফেসবুকে লাইভ (সরাসরি সম্প্রচার)। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্যে থাকছে এক লাখ টাকার প্রাইজমানি এবং রানার্স-আপ দলের জন্যে থাকছে পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি। এছাড়া প্রতিটি ম্যাচে 'ম্যান অব দ্যা ম্যাচ', টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান, টুর্নামেন্ট সেরা বোলার, ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার তো থাকছেই।
টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে টুর্নামেন্ট কমিটির প্রধান আহ্বায়ক শরিফ হোসেন খান চাঁদপুর কণ্ঠকে জানান, একটা সময় ছিলো যখন কিশোর-তরুণ-যুব বয়সী ছেলেরা বিকেল হলেই খেলার মাঠে মেতে উঠতো। বর্তমান সময়ে নানা কারণে সেটি হারিয়ে যেতে বসেছে। তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরানোর জন্যে এবার দীর্ঘ পরিসরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নিয়েছি।
টুর্নামেন্ট উদযাপন পরিষদের অপর সদস্য শামসুল ইসলাম রনি জানান, একটা সময় ছিল এই অঞ্চলের ক্রীড়াঙ্গন স্থানীয় ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াইয়ে মুখরিত হতো। সময়ের পালা বদলে সেটি হারিয়ে যেতে বসেছে। ক্রিকেটারদের প্রতিভার উন্মেষ এবং মাঠে ক্রীড়া উৎসবের মুখরতা ফেরাতে এবারের টুর্নামেন্ট আয়োজন। ইতঃমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব ঠিকঠাক থাকলে যথাসময়েই মাঠে গড়াবে টুর্নামেন্টের কার্যক্রম। টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দল হিসেবে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন : টুর্নামেন্ট পরিচালক রনি-০১৭৪০-৬০৫৫৫৪, আশিক-০১৮৮৪-২৪৭২৯১ ও জাহিদ -০১৭২৭-৫৬১১৪৩।