বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১০:৩৭

আজ থেকে শুরু হচ্ছে অস্ট্রোলিয়া ও বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ

চৌধুরী ইয়াসিন ইকরাম
আজ থেকে শুরু হচ্ছে অস্ট্রোলিয়া ও বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ

আজ ৩ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অস্ট্রোলিয়া ও বাংলাদেশের টি-২০ সিরিজ। সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-২০ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। চার বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে তার চেয়েও বড় কথা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।এর আগের মুখোমুখি দেখায় সব ম্যাচই ছিল বিশ্বকাপে। বাংলাদেশ দলে খেলবেন নতুন মুখ চাঁদপুরের শামিম পাটওয়ারী।

সিরিজটি মাঠে গড়ানোর আশায় অস্ট্রেলিয়ার সব শর্ত মাথা পেতে মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক কথায় পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। সফরকারীদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

পাঁচ ম্যাচের এই সিরিজে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস না থাকায় কপাল খুলেছে মিঠুন-রুবেলদের। জিম্বাবুয়ে সিরিজের জৈব সুরক্ষাবলয়ে থাকা মিঠুন-রুবেল-মোসাদ্দেক-তাইজুলকে রেখেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি।মিঠুন-রুবেল-মোসাদ্দেক-তাইজুলকে রেখেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি।ওদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন শর্তের কারণে জৈব সুরক্ষাবলয়ের বাইরে থাকা কাউকে এই সিরিজের দলে নেওয়া সম্ভব না।

এবার অনেক দিন পর ওপরে তামিম-লিটন নেই। চারের ‘ফিক্সড’ পারফরমার মুশফিকও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে নেই। এবার ঘরের মাঠেও থাকছেন না। বাধ্য হয়েই হয়ত অধিনায়ক রিয়াদকে একটু ওপরের দিকেই খেলতে হতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে তিন ম্যাচে তিন পজিসনে (ওয়ানডাউন, চার ও পাঁচ নম্বরে) খেলতে দেখা গেছে। টি-টোয়েন্টিতে বেশিরভাগ সময় ৬-৭ এ ব্যাটিং করেছেন। সম্প্রতি কিছুটা ওপরের দিকে এসেছেন। সেটা কী শুধু মিডল অর্ডারে মুশফিক নেই তাই? নাকি নিচের দিকে নুরুল হাসান সোহান আর শামীম পাটোয়ারীরা তাকে একটু ফ্রি হয়ে খেলার সুযোগ দিতে পেরেছে, সে কারণে?

এ প্রশ্নের মুখোমুখি হয়ে টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক তিন তরুণ নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারীর প্রশংসা করেছেন। তাদের সম্পর্কে বলতে গিয়ে রিয়াদ প্রশংসাসূচক বাক্য ব্যয় করেছেন প্রচুর। অকপটে স্বীকার করেছেন, ‘হ্যাঁ, অবশ্যই সোহান, আফিফ, শামীমদের গেম শেষ করার সামর্থ্য আছে। ওরা ভালো ছন্দে আছে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি।’

অধিনায়কের আশা, ‘ইনশাআল্লাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজেও তারা তাদের প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী, নুরুল হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়