প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ২১:১৬
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো আটককৃত ৪৪ ফুটবল খেলোয়াড়

চাঁদপুর শহরে লকডাউনের মাঝে স্বাস্থ্যবিধি না মানায় ও বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলায় আটককৃত ৪৪ জন ফুটবল খেলোয়াড়কে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
|আরো খবর
এ বিষয়ে কথা হয় চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়ার সাথে।
তারা জানায়, আজ শুক্রবার বিকেলে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন আক্কাছ আলী রেলওয়ে একাডেমী মাঠে পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে যে ৪৪ জনকে আটক করা হয়, তাদের পরিবারের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। তারা সকলে এই মর্মে মুচলেকা দিচ্ছে যে, চলমান লকডাউনে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না এবং এরূপ কর্মকান্ডে আর সম্পৃক্ত হবে না।
উল্লেখ্য যে, শহরের রেলওয়ে আক্কাছ আলী স্কুল মাঠে প্রায় শতাধিক লোক জড়ো হয়ে কঠোর বিধি নিষেধ অমান্য করে ফুটবল খেলা হচ্ছিল।