বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৬:৩০

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দেবেন যারা

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দেবেন যারা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হতে বাকি মাত্র কয়েক দিন। এর আগে চূড়ান্ত করা হয়েছে ধারাভাষ্য প্যানেল। বহুল প্রতীক্ষিত এই সিরিজে ধারাভাষ্য দেবেন ৫ জন। এর মাঝে ৩ জন বাংলাদেশি, বাকি ২ জন বিদেশি ধারাভাষ্যকার।

৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন আতহার আলী খান, মাজহার উদ্দিন অমি ও শামীম আশরাফ চৌধুরী। এছাড়া বিদেশি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন ভারতের আনজুম চোপরা ও শ্রীলংকার পারভেজ মাহরুফ। এছাড়া সিরিজ সম্প্রচারের দায়িত্বে থাকছে রিয়েল ইমপ্যাক্ট।

এই সিরিজে অস্ট্রেলিয়ার কোনো ধারাভাষ্যকার থাকছেন না। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানেও কোনো অজি ধারাভাষ্যকার ছিলেন না। মূলত অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টিনের কঠোর নিয়মকানুনের কারণেই অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকাররা বিদেশ সফরে যাচ্ছেন না।

আগামী ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের ব্যবধানে হবে পাঁচটি ম্যাচ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বিকাল ৬টায়।

একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ধারাভাষ্য প্যানেল

১. আতহার আলী খান (বাংলাদেশ) ২. মাজহার উদ্দিন অমি (বাংলাদেশ) ৩. শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ) ৪. আনজুম চোপরা (ভারত) ৫. পারভেজ মাহরুফ (শ্রীলংকা)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়