প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২০:৩৯
সিরিজ জয়ী ম্যাচে শামিমের ১৫ বলে অপরাজিত ৩১ রান

জিম্বাবুয়ের হারারোতে বাংলাদেশের সাথে ইস্পাহানি টি-২০ সিরিজ জয়ী হয়েছে বাংলাদেশ। আর এ ম্যাচে জয়ের বলিষ্ঠ অংশীদার হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন মুখ চাঁদপুরের শামীম পাটওয়ারী। শামিম শেষ খেলায় ১৫ বলে ৩১ রান করেন। তিনি চলতি টি-২০ ম্যাচের দুটি ম্যাচে ৬০ রান করেন।
|আরো খবর
শামিম তার প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন। জিম্বাবুয়ে রোববারের ম্যাচে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। আর বাংলাদেশ ১৯ ওভার ২ বলে ১৯৪ রান করেন। বাংলাদেশ দলের ও ইলিশ নগরীর সন্তান শামীম পাটওয়ারীর টি-২০ -এর শেষ ম্যাচে অপারাজিত ছিলেন। তার স্ট্রাইক রেট ২০৬.৬৭।