প্রকাশ : ১০ জুলাই ২০২১, ২০:১৮
চাঁদপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন বর্তমান সভাপতি কোন দলকে সমর্থন না করলেও সাবেক সভাপতির দল আর্জেন্টিনা

১১ জুলাই রোববার ভোর ৬টা। বাঙালি ফুটবল সমর্থকদের কাছে এর থেকে ভালো সকাল আর কীই বা হতে পারে! ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। সকল শ্রেণি পেশার মানুষদের এখন মুখে মুখেই নিজ সমর্থিত দলের জয় পরাজয়ের সমীকরণ। ক্রিড়াপ্রেমী মানুষগুলো মেতেছে নতুন এক উন্মদনায়। এ উন্মাদনা থেকে বাদ যায়নি চাঁদপুর জেলাও। করোনায় চলমান লকডাউনে ঘরবন্দি মানুষের সময় কাটাবার বিনোদনের অন্যতম খোরাক এখন কোপা আমেরিকা।
|আরো খবর
জনপ্রিয় দুই দল ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কে কোন দলের সমর্থক তা জানতে চাওয়া হয় চাঁদপুর ফুটবল এসোসিয়েশনের বর্তমান ও সাবেক সভাপতির কাছে। জেলা ফুটবলের উন্নয়নে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদের চোখে ১৫ হাজার মাইল দূরের দু'টি দেশের কোন দলের খেলা নজড় কেড়েছে তা নিয়ে পৃথক সাক্ষাৎকার নেয় চাঁদপুর কণ্ঠ।
চাঁদপুর ফুটবল এসোসিয়েশনের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি ব্রাজিল-আর্জেন্টিনা কোন দলেরই সমর্থক নই। কখনো তাদের খেলা নিয়ে ভাবিনি। আন্তর্জাতিক পর্যায়ে তারা ভালো দল, ভালো খেলে সত্যি কিন্তু আমার ভাবনায় সর্বদাই ছিলো বাংলাদেশের ফুটবল ও স্থানীয় পর্যায়ে ফুটবলের উন্নয়ন। জানি বাংলাদেশ ফুটবলে তত বেশি উন্নত করতে পারেনি তবুও যতটুকু করছে ততটুকুইবা কম কিসের? এভাবে ধারাবাহীক উন্নতি ঘটিয়ে দেশীয় ফুটবল একদিন মাথা জাগিয়ে উঠবে আমার দৃঢ় বিশ্বাস।
মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, যারা ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক আমি তাদের পছন্দ করার বিরোধীতা করছি না কারও ব্যাক্তিগত পছন্দ থাকতেই পারে তবে ছাত্রজীবন থেকেই এ দু'টি দল আমাকে প্রভাবিত করেনি।
অপরদিকে চাঁদপুর ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি রোটারিয়ান এ্যাডভোকেট ইকবালল বিন বাশার জানান তাঁর পছন্দের দল আর্জেন্টিনা। তিনি ও তাঁর সহধর্মিণী আর্জেন্টিনার খেলা সমর্থন করলেও তাঁর ছেলে আসিফ বিন ইকবাল আনন্দ ব্রাজিল সমর্থক। যদিও তা নিয়ে পরিবারের মধ্যে কখনো বাক-বিতন্ডা হয়নি তবে বন্ধুদের আড্ডায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রসঙ্গ উঠলে এখনো বিতর্ক হয়। বিতর্কগুলো বুন্ধুদের আড্ডা প্রাণবন্ত করে তোলে। যদিও এসব নিয়ে কখনো কারো সাথে তর্কে জড়ানো হয়নি। পরস্পর প্রতিপক্ষকে সম্মান জানিয়েই কথা বলেছেন।
দু' বারের বেশি বিশ্বকাপ না জিততে পারলেও আর্জেন্টিনা দলকে কখন থেকে কিভাবে সমর্থন করা শুরু করলেন প্রশ্ন করলে প্রতিউত্তরে এ্যাডভোকেট ইকবাল বিন বাশার বলেন, ছাত্রজীবনে ফুটবল খেলা ও তা দেখা আমাদের কাছে বিনোদনের মতই ছিলো। যে দল যত ভালো খেলে সে দল জয়ী না হলেও তাকে সমর্থন করতাম। বিশেষ করে ম্যারাডোনার দাপুটে ফুটবল আর তার গোল উৎসব আমাদের দারুণ ভাবে আন্দোলিত করতো। তবে পাসিং ফুটবলের সৌন্দর্য ব্রাজিলও কম দেখায়নি। তবুও ছাত্রজীবনে যে ফুটবল দলের প্রেমে পড়েছি প্রৌঢ়ে এসে কি তা আর ছাড়া যায়?
রোববার সকালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, করোনায় প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে, আমাদের জেলায় আক্রান্তের হার প্রায় ৫০ শতাংশ! এর মধ্যে কারোই মন ভালো থাকার কথা নয়। প্রতিনিয়ত করোনায় ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর খবর শুনতে শুনতে আমি ক্লান্ত। তবুও এর মাঝে ঘরবন্দি মানুষকে ঘরে থাকার জন্য ইউরোকাপ ও কোপা আমেরিকা কিছুটা রসদ জুগিয়েছে। দেশের দুঃসময়ের একটু খানি প্রশান্তি খোঁজার আসায় রোববার সকালে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি দেখবো। বরাবরের মত এবারো আমার সমর্থন থাকবে আর্জেন্টিনার প্রতি তবে ভালো খেলে যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তবে তাদের খেলাকেও স্বাগত জানাবো।