বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১২:২৭

মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচে জয়ী জেলা প্রশাসন

চৌধুরী ইয়াসিন ইকরাম
মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচে জয়ী জেলা প্রশাসন

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছে চাঁদপুর জেলা প্রশাসন একাদশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ প্রীতি ফুটবল ম্যাচে চাঁদপুর পৌরসভা একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে জেলা প্রশাসন।

দুদলই ফরিদগঞ্জ এবং চাঁদপুর শহরে অনুশীলনরত ফুটবলারদেরকে নিয়ে মাঠে নামে। চাঁদপুর পৌরসভার চেয়ে জেলা প্রশাসনের দলে ছিলো জেলা ফুটবল দলে খেলা ভালো ভালো ফুটবলাররা। দুদলই খেলার প্রথমার্ধ্বে গোলশূন্যভাবে খেলা শেষ করে। খেলার দ্বিতীয়ার্ধ্বে দুদলই গোল দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠে। খেলার শেষার্ধ্বের ১০ মিনিট আগে জেলা প্রশাসনের খেলোয়াড় ফরহাদের হেডে ডি-বক্সের মধ্য থেকে চমৎকার গোল করে সুমন দলকে এগিয়ে নিয়ে যান। খেলা ১-০ গোলে শেষ হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক সাহির পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দসহ জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর, নারী কাউন্সিলর, কর্মকতা-কর্মচারীসহ ক্রীড়া সংগঠক ও ফুটবলারগণ।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শুরুতেই দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়