প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ১৯:২১
ফরিদগঞ্জ ১১নং চরদুখিঃয়া পুর্ব ইউনিয়নে তৃণমুল আওয়ামী লীগের বর্ধিত সভা

ফরিদগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৪ অক্টোবর ) বিকালে উপজেলায় ১১নং চরদুখিঃয়া পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পুর্ব আলোনিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাহান মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন বাচ্চু পাটোওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলামগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন মিঠু, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, যুবলীগ নেতা, কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রসু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
|আরো খবর
বর্ধিত সভায় তৃণমুলের নেতা-কর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১১নং চরদুখিঃয়া পুর্ব ইউনিয়নের ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী ইব্রাহিম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী জমাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাও.ইকরাম হোসেন হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন পাটোওয়ারী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন পাটোওয়ারী ।