প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯
শিক্ষাকে এগিয়ে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের যোগসূত্র বেশি প্রয়োজন
----সেটু কুমার বড়ুয়া

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, এই বিদায় হলো শিক্ষার পরবর্তী ধাপে যাত্রা শুরুর জন্যে। শিক্ষা হলো একটি মাধ্যম, যা ছাড়া সবকিছুই অচল। তাই শিক্ষার্থী যেই প্রতিষ্ঠানেই অধ্যয়ন করুক না কেনো তা যেনো পরিপূর্ণ হয় তা মাথায় রাখতে হবে। এদেশে কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় বৈচিত্র্য এনেছে। শিক্ষাকে কঠিন নয় বাস্তবমুখি করতে হবে। শিক্ষার্থীরা যাতে সহেজই তা নিতে পারে, সেভাবে শিখাতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, কোনোভাবেই যেনো শিক্ষার্থীদের কাছে শিক্ষা বোঝা না হয়। শিক্ষা আমাদের অধিকার। সেই অধিকারকে রক্ষা ও বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থী শিক্ষক ও অবিভাবকদের মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে, এটি খুব বেশি প্রয়োজন। তবেই আমাদের শিক্ষার মানের উন্নয়ন ঘটবে। একই সাথে শিক্ষাকে শুধু শ্রেণির মধ্যে বেঁধে রাখলে চলবে না, তাকে খেলার মাঠে ও সাহিত্য সংস্কৃতির মঞ্চে নিয়ে যেতে হবে সহশিক্ষা পাঠক্রমের মাধ্যমে। তবেই প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মেধার স্ফুরণ আমরা দেখতে পাবো।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক মামুন হোসাইনের স্বাগত বক্তব্যের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী । আলোচনা শেষে অতিথিবৃন্দ ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশসহ উপহার তুলে দেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়।






