প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৪:৪৩
ইউপি নির্বাচন সামনে রেখে শাহরাস্তিতে আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু

এখনো ঘোষণা হয়নি তফসিল, তবে যে কোন দিন ঘোষণা করা হবে শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের তফসিল। নির্বাচন সামনে রেখে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে তৃণমূল বর্ধিত সভা শুরু করে দিয়েছেন। মূলত ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করার জন্যই এ সভা। আজ ২৩ অক্টোবর রায়শ্রী উত্তর ইউনিয়নের মধ্য দিয়ে বর্ধিত সভায় কাজ শুরু হয়। প্রতিদিন দুটি করে আগামী ৫ দিনে ১০টি ইউনিয়নে বর্ধিত সভা করবে আওয়ামীলীগ। ২৩ অক্টোবর সকাল ১০টায় রায়শ্রী উত্তর ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, আওয়ামী লীগের নেত্রী উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে তিন জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। তারা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন মুশু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মাসুদ, কামরুল ইসলাম শিপন।