সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধে স্থবির মহাখালী

৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মো.জাকির হোসেন
৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি : সংগৃহীত

মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রেলওয়ে পুলিশের পাশাপাশি সেখানে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাদের এই অবরোধের ফলে মহাখালী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যা আশপাশের সড়কগুলোতেও প্রভাব ফেলে।

অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করা হয়। ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ সময় ট্রেনের ছাদে কয়েকজনকে উঠে পড়তেও দেখা যায়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন না থাকায় বহু মানুষ হেঁটে গন্তব্যে রওনা হন। মহাখালী উড়ালসড়ক এবং নিচের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সচল ছিল। তবে মহাখালী দিয়ে আর কোনো ট্রেন চলতে দেখা যায়নি। অবরোধকারীরা শুধু অ্যাম্বুলেন্স, সিএনজিচালিত অটোরিকশায় রোগী থাকলে সেটি যেতে দিচ্ছিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চলবে এবং প্রতিনিধিদের মহাখালীতে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে হবে।

অবরোধের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যান চলাচল বন্ধ থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এলাকার ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে, তবে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হলে শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়