প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯
হেরার আলো
অনলাইন ডেস্ক

৪। লোকে তোমাকে প্রশ্ন করে, তাহাদের জন্য কী কী হালাল করা হইয়াছে? বল, ‘সমস্ত ভাল জিনিস তোমাদের জন্য হালাল করা হইয়াছে এবং শিকারী পশু-পক্ষী যাহাদিগকে তোমরা শিকার শিক্ষা দিয়াছ যেভাবে আল্লাহ তোমাদিগকে শিক্ষা দিয়াছেন। উহারা যাহা তোমাদের জন্য ধরিয়া আনে তাহা ভক্ষণ করিবে এবং ইহাতে আল্লাহর নাম লইবে আর আল্লাহকে ভয় করিবে, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।