প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৪
জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা
আমরা সবাই মিলে জাটকা রক্ষা কার্যক্রম বিগত সময়ের চেয়ে ভালোভাবে করতে পারব-জেলা প্রশাসক
জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ ১ মার্চ ২০২৩ ইং তারিখ হতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় সরকারের মৎস্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।নিষেধাজ্ঞার প্রথম দিন আজ পহেলা মার্চ মঙ্গলবার সকালে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে জনসচেতনতায় ধাক্কা রক্ষায় প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হবে। এবারের জাটকা রক্ষা কর্মসূচি সফল করার লক্ষ্যে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন,মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করতে নির্দিষ্ট সময়ে জেলা-উপজেলা পর্যায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হবে।আশা করি আমরা সবাই মিলে জাটকা রক্ষা কার্যক্রম বিগত সময়ের চেয়ে ভালোভাবে করতে পারব।
|আরো খবর
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। বক্তব্য রাখেন নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত এবং প্রধান মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ডঃ মোঃ আশরাফুল আলম।
এছাড়াও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার প্রতিনিধিও বক্তব্য রাখেন। মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক,মৎস্যজীবী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান,শাহআলম মল্লিক,মানিক দেওয়ান,তছলিম বেপারি,জাহাঙ্গীর সরদার,সফিকুর রহমান বেপারি, মতলব উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ওমর আলী প্রধান, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসকুরুনি সরকার।সভায় বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বরফ কল মালিকগণসহ জেলা টাক্সফোর্স কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। দুই মাসের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সময় মত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হবে।
যেসব জেলে আইন অমান্য করে জাটকা নিধন করবে তাদের তালিকা তৈরি করে দেওয়ার জন্য মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলায় ৫১ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছে। এসব জেলেদেরকে জাটকাসহ সকল ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আড়তগুলোতে ব্যানার সাঁটানো হয়েছে। শহর ও নদী এলাকায় মাইকিং করা হচ্ছে।
জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। সরকার ঘোষিত পরিপত্রে মাছ ধরা ছাড়াও ইলিশ বা জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যক্তিদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে জেল-জরিমানা করার কথাও বলা হয়।
তিনি আরো জানান, মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার ফলে চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি চাল দেওয়া হচ্ছে। ৪ মাস এ পরিমাণ চাউল পাবে প্রত্যেক জেলে পরিবার।ইতিমধ্যে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল দেয়া আগেভাগেই বিতরণ করা হয়েছে।