মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৪

র‌্যাবের অভিযানে মাদকসহ ৪ জন আটক

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
র‌্যাবের অভিযানে মাদকসহ ৪ জন আটক

র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবগ্রাম রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে সোমবার (২৮ এপ্রিল ২০২৫) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত আসামী মো. আব্দুল কাদের (৩৮), পিতা-মৃত সামসুল হক, সাং-নবগ্রাম পূর্বপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, মেহেদী হাওলাদার ওরফে মঈন (২২), পিতা-শাহজাহান হাওলাদার, সাং-শহীদ স্মৃতি আবুল সড়ক, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, এ/পি সাং- নবগ্রাম রাস্তার মাথা, নোয়াপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, মো. আরিফ (৩১), পিতা-মো. হাফিজ, সাং-লক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং সিয়াম হোসেন ওরফে শান্ত (১৯), পিতা-ওহায়েদ আলী, সাং- নোয়াপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা-দেরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাহমুদুল হাসান, লে. কমান্ডার, পিপিএম-সেবা উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক , র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকের ড্রাইভার ও হেল্পারদের নিকট মাদক বিক্রয় করে আসছিলো। কিছু হোটেলের মালিক বা ম্যানেজারগণ খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে জানা যায়। ট্রাকের চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্যে উক্ত খাবার হোটেলগুলোতে বিরতি নিয়ে থাকে।

বিরতিকালে ড্রাইভার এবং হেলপাররা হোটেলগুলো থেকে মাদকদ্রব্য ক্রয় করে সেবন করে। মাদকসেবী ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্ত অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনার হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদক সহ আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়