প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
আমি একটা পাখি হবো
বিশাল আকাশ ছোট্ট ডানায়,
নিঃশব্দে পাড়ি দেবো।
আমি একদিন যাত্রী হবো
চান্নি পসর একলা রাতে
বিশ্বজাতক-ধাত্রী হবো।
হবো অযুত গোপন কথা
মন কেমনের গোপন ব্যথা
শতেক সুখের মাঝে থেকেও
দুঃখে জীবন স্বার্থকতা।
আমার চোখে থাকুক আঁধার
কষ্টনীড়ের অথৈ পাথার,
মেঘের পাথর গুঁড়িয়ে দিয়ে
দিনমণির হোক প্রকাশ আবার।
আমি একদিন নিঃস্ব হবো
শোকের অবাক দৃশ্য হবো,
সুখের চোখে থাকুক তবো
খুশি, গল্প-অভিনব।