শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

নব্য রাজাকার
অনলাইন ডেস্ক

আনন্দ নেই ঘৃণায়

নিত্যানন্দ ভালোবাসায়

আনন্দ ক্ষমায়

আমার আনন্দ সত্যবাদিতায়।

আমি চলি আমার মতো

যদিও করে রাখে বিশাল গর্ত

তবুও পা দিই না মিথ্যায়

আমার আনন্দ সত্যবাদিতায়।

যখন রাস্তার কুকুরগুলো করে পেছনে ঘেউ ঘেউ

আমি তো মানুষ দেখি না; কোথায়ও নেই কেউ

মনুষ্যত্বের বাজিয়ে বারোটা

খায় রুটি আর পরোটা

তবুও একরাশ ঘৃণাকে রূপান্তর করি ভালোবাসায়

মিথ্যার খোলস ছেড়ে চিরসত্যের আশায়।

এখানে লুটেরাদের মহোৎসব চলে

যে যার মতোই করে চলে

কেউ দেখে আর কেউ বগল বাজায়

এভাবেই যুগের পর যুগ চলে যায়।

কেউ খায় আর কেউ দেখে দেখে যায়

আর কেউ সুউচ্চ আকাশে ঘুমায়।

কেউ চলে বিশাল বিশাল হাতিতে

আর কেউ কাঁদে পেটের ক্ষুধায় রাত্রিতে

তবুও চলে যায় এই নিত্যকার জগত-সংসার।

ওহে প্রতারক, তুই এক নব্য রাজাকার!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়