প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
আমি অপেক্ষা করেছি তার জন্য
অনেক দিন আর অনেক বছর ধরে।
এরই মধ্যে অন্য কারো সাথে দিনযাপনের
দিন, তারিখ ঠিক হলো আমার।
কোনো এক গভীর রাতে ফোন বাজতে থাকলো
ঘুমের ঘোরে ফোন কানে ধরতেই
‘আমি ভেবেছিলাম তুমি আরো সময় নিয়ে অপেক্ষা করবে’।
পাঁচ বছর পর তার কণ্ঠ শুনে কাঁদতে ইচ্ছা করলো।
শুধু বললাম, বড্ড দেরি হয়ে গেছে যে,
আমি কারো মনে কষ্ট দিতে পারবো না।
স্বামী, সংসার আর সন্তানদের নিয়ে বেশ যাচ্ছে আমার দিন।
দশ বছর পর আবার অচেনা নাম্বার থেকে কল-
‘তোমায় বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি
তার প্রায়শ্চিত্ত সারাটি জীবন ধরে দিতে হচ্ছে আমায়।
ক্ষমা করে দিও।
আমার সঙ্গিনীও আমায় ছেড়ে চলে গেছে।
একেবারে একা হয়ে গেলাম আমি।
মনে পড়ে তোমার? আমাদের ছেলেবেলার
বর-বউ খেলার মুহূর্তগুলোর কথা’।
অতীতের কথা বলে আফসোস করতে থাকলো সে
তার থেকে বেশি আফসোস আজ
আমার হচ্ছে-তার একাকীত্বের জন্য।
*পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা