প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
আমি ভালো
সবকিছুতেই আমি ভালো
তারা শুধুই যা-তা
এই দুনিয়ায় আমিই ভালো
মন্দ শুধু ‘নন্দ’ গাছের পাতা।
আমিই ভালো, আমিই ভালো
জোরেশোরে চিৎকার
পরীরা সব খারাপ হলো
এ সমাজে দায় কার?
.
পুরস্কার চাই
এখানে এক কবি আছে মুমূর্ষু
কবিতা লেখেন ধরে শতবর্ষ,
পণ নয় তার নাতিদীর্ঘ কবিতায়
সারাদিন পুরস্কারের ছবি হাতড়ায়।
দেখেন সব উল্টেপাল্টে
ক্রেস্ট ধরেন লেপ্টে,
ভরে গেছে এমন সব পুরস্কার আহ্লাদের গাছটায়
কবিতা নাকি এসব, পরিপূর্ণ শুয়োর আর আগাছায়।
*পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা