প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০
আপনার সমস্ত শূন্যতায় আমার বসবাস,
আমার সমস্ত ব্যস্ত চিন্তায় আপনার নিবাস
অথচ আমাদের এখনো দেখা হয়নি,
আমরা এখনো পরস্পর পরস্পরকে চিনি না
চেনার জন্যে হয়তো কোনো কারণ আসেনি
তবে কি আমরা এখনো সীমানার ওপাড়ে!
নাকি আপনার আমার পথ এখনো উঁচু নিচু
সম্মুখে হয়তো পাথরে ভরপুর,
নয়তো আপনার জীবনে প্রখর রোদ্দুর।
এই আপনার জন্যে চিরকাল আমি পাশের চেয়ারটা শূন্য রেখেছি,
আপনার জন্যে পৃথিবীর সব সৌন্দর্য অদেখা রেখেছি!
তবু আপনাতে আমার দেখা নেই
আপনার টেলিফোন নাম্বার অজানা,
আপনার ঠিকানা দূরে নাকি নিকটে এতোটুকুন জানা হয়নি,
আপনাকে চেনার বিপুল আগ্রহ আমাতে রোজ উতলায়ে পড়ে,
আপনার জন্যে রাতজুড়ে তারাময় স্বপ্ন ঝরে।
আপনি আসলেই প্রেম বিরাট আকার ধারণ করবে,
প্রেমেরা শুকনো পাতাদের মতো ঝরবে,
এই আমি বলে দিলুম,
আপনি আসলেই আমি প্রেম হবো
আপনি আসলে নীরবতা ছেড়ে পাখির মতো কথা কবো,
সেই প্রথম আমি আমাকে শামুকের খোলস থেকে বের করবো,
চিরকাল আমি শামুক হয়ে রয়েছি
নিজেকে খোলসের ভেতরে আবদ্ধ রেখেছি,
আপনি আসলেই আমি নদী, পাহাড় সব দেখবো
আপনি আসলে বনফুল, লতাপাতা সব ভালোবাসবো,
ঘাসফুল, পথফুল, বাড়ির আঙ্গিনায় ঝিঙ্গে ফুল
সব সব ভালো লাগবে,
রাতের জোছনা প্রেম হয়ে জাগবে,
শিশিরভেজা সকাল, স্নিগ্ধ বিকেল, চন্দ্ররাত্রি
এই প্রকৃতি খুঁজে পাবে আমার সাথে নতুন যাত্রী,
আপনি আসলে বয়স ভুলে হিজল ফুল কুড়াবো
ভালোবাসা যে অনেক সুন্দর দেখাবো,
ওই শ্রাবণজলে আপনাকে নিয়েই পাদুকা ভিজাবো
কি সব অকারণ পাগলামি করবো!
আবার আপনার বারণেই রাতের নিস্তব্ধতার মতোই শান্ত হবো।
পৃথিবীর সব বৈপরীত্য ভালোবাসার দেখে,
আমার স্নিগ্ধতায়ণ্ডমুগ্ধতায় লোচন মেখে
জানি আপনি বারং বার আমার প্রেমেই মজবেন।
অপেক্ষায় তীর ঘেঁষে ফুলের তোড়া নিয়েই আমি আছি
আপনি খালি হাতেই আসবেন,
আমি আপনার হাতের মুঠো ফুলে ফুলে ভরিয়ে দেবো,
আমি শুধু ওইটুকু চাই আপনি আসুন
আমার পাশের চেয়ারটায় বসুন,
সন্ধ্যা হলেই গল্পে আর আড্ডায় আমার সাথে মেতে উঠুন।
প্রেম তুমি এসো
প্রেম তুমি কি আর একবার আমার প্রাঙ্গণে আসবে,
এসো বৃষ্টির তালে তালে গানের সুরে নাচবে
নতুনভাবে নতুন পাতার মতোই সজীব হয়ে সাজবে,
দূরের নীল আকাশ হয়ে আমায় একটু ডাকবে,
নদীর ধারে উপচেপড়া কোনো এক গ্রামের মতো আমাকে বাঁধবে,
আমায় একটুখানি দুঃখ দিয়ে শ্রাবণ ধারায় মতো কাঁদবে
প্রেম তুমি কি আসবে?
গ্রীষ্মের দুপুরের মতো করে আরও একবার হাসবে
আমায় খুব যতনে আর একবার ভালোবাসবে
এই আমায় নিয়ে পৃথিবীর বুকে বাঁচবে,
দুঃখ পেলে আমায় নিয়ে ভাসবে,
আমায় নিয়ে লোকসম্মুখে ঘর বাঁধবে,
একবার নয় হাজার বার ভালোবাসতে আমাকেই সাধবে।
প্রেম তুমি কি আরো একবার শহরজুড়ে নামবে,
একমুঠো জোছনা নিয়ে আমায় ঘরে আসবে,
ঝড়ণ্ডবাতাসে চুল উড়িয়ে উদাসে উড়বে,
সন্ধ্যা হলে চায়ের কাপে পূবালী বাতাসে মন ভরবে,
আমার মন জুড়ে পাবনে কি তুমি ভাসবে,
আমার শহরে কদম্ভ জলে নামবে,
আমার জন্যে একমুঠো ফুল কুড়াবে,
ওহে প্রেম বলো তো আর একবার কি আসবে
সত্যি প্রেমিক হয়ে আমার হাতের মুঠো ধরবে,
একরাশ মুগ্ধতায় ধানের ডগার মতো আমার আঁখি ভরবে,
নদীর এই প্রান্ত ওই প্রান্ত আমার হাত ধরে ঘুরবে,
আমার জন্যে যা কিছু মন্দ তার থেকে সরবে,
প্রেম তুমি এসো,
বেলাণ্ডঅবেলায় আমার পাশে বসো,
রাত্রি হলে ভালবাসায় চাঁদের আলো একটুখানি হাসো,
প্রেম তুমি এসো,
একটিবার আমার পাশের চেয়ারটায় বসো।