প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০
ক্ষেত্রবিশেষ যন্ত্রণা
এমন অপ্রস্তুত পরিস্থিতি সত্যিই বিস্ময়কর!
এমন হোঁচট সামলানো দায়।
মনের গহীনে লুক্কায়িত ছোট্ট একটা কুটির।
বোধকরি তার প্রাচীরগুলো স্নায়ুতন্ত্রের সবচেয়ে ভালো বন্ধু,
স্নায়ুর সবচেয়ে কাছেই বোধ-হয় তাঁর অবস্থান।
দিন ঘনায় রাত আসে, মানুষ বদলায়
মানুষ ভালোবাসে।
অথচ দেহের সাথে মনের কোনো
মিল খুঁজে পাই না।
দেহ এক তো মন আরেক। আর তাই তো-
প্রহারের যন্ত্রণা কয়েক মিনিটে শেষ হয়ে গেলেও!
মনের যন্ত্রণা অত দ্রুতে মিটে না।
.
ব্যস্ততার সুখ-অসুখ
এবার চলো ধৈর্য্য ধরা যাক-
এই তো, আরেকটুখানি!
তবে তা যেনো- সাংস্কৃতিক অনুষ্ঠানের
সংক্ষিপ্ত বক্তব্যের নামে দীর্ঘস্থায়ী বকবক
না হয়।
কেননা ওটা কেবলই ছল,
সংক্ষেপের নামে যা সহজে সমাপ্ত হয় না।
আর,
গভীর অন্ধকারে!
যে আলো জ্বেলে অপেক্ষার প্রহর নামায়
এক এক করে গুণে।
অথচ প্রেম ব্যর্থ তার!
জানো কি?
চোখের জ্বলে জীবন্ত গোলাপ
ভিজেছিলো; সেবারের ফাগুনে-
* লেখা পাঠানোর ই-মেইল : [email protected]