বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

মৃত্তিকা
অনলাইন ডেস্ক

এতো কষ্ট সইতে পারি না

আমার বুকের উপরিভাগে নির্মাণ করেছো

বেশ বড় বাড়ি।

আজ আমি স্তব্ধ,

বুকের ভেতরে কষ্টগুলো রেখেছি আবদ্ধ।

আমি কি কোনো অভিমান করেছি?

আমি তোমার বিরুদ্ধে কোনো কিছু বলেছি?

তারপরেও আমাকে এতো কষ্ট দেও কেনো?

তুমি নাকি সৃষ্টির সেরা জীব!

ছিঃ

বন্যপ্রাণীরাও এতোটুকু কষ্ট দেয় না,

যতোটুকু কষ্ট দেও তোমরা।

তোমাদের এতো উপকার করি,

তারপরেও আমাকে এতো কষ্ট দেও কেনো?

তুমি কি ভুলে যাচ্ছো

যে আমার কারণেই খেতে পাচ্ছো?

আমার কথা তোমার কান পর্যন্ত পৌঁছাবে না,

কারণ তুমি তো কৃতজ্ঞতা স্বীকার করতেই চাও না।

আমি জানি তুমি কৃতজ্ঞ;

তোমার তো তবুও একটু সম্মান থাকতো

যদিও বা বলতাম অকৃতজ্ঞ!

মুচকি হাসি দেই আমি, এই কথা ভেবে

আমি যদি না থাকতাম, তখন ভাত-তরকারি কীভাবে খেতে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়