বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুরে ধান-চাল সংগ্রহ ৮ হাজার ৫শ’ মেট্রিক টন
কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥

চাঁদপুরে ২০২২-২৩ বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১ হাজার ১শ’ ৮৬ মেট্রিক টন। এর মধ্যে ধান হলো ৩ হাজার ৩শ’ ৬১ মে. টন এবং চাল হলো ৭ হাজার ৮শ ২৫ মে. টন । ২২ অক্টোবর পর্যন্ত ৮ হাজার ৫শ’ ২৫ মেট্রিক টন । এর মধ্যে ধান ৩ হাজার ৩শ’ ৬১ মে. টন এবং চাল ৭শ’ ২৫ মে. টন।

এসব ধান-চাল ক্রয়ে সরকারিভাবে ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে একটি পরিপত্রও জারি করা হয়েছে। চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্র ২২ অক্টোবর দুপুরে এ তথ্য জানায়।

প্রাপ্ত তথ্য মতে, চলতি আমন মৌসুমে সরকার খোলাবাজার বা জেলার ১৬ জন মিলারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ধান এবং ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয় করার কথা। ৩১ আগস্ট ২০২৩ ছিলো ক্রয় করার সর্বশেষ তারিখ। এটি আরো ১ মাস অর্থাৎ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানায়, সরকার নির্দেশিত নিয়মে জেলা-উপজেলা কমিটি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং নিবন্ধিত মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করে থাকে। চাঁদপুরের

আট উপজেলায় আটটি কমিটি এবং চাঁদপুর জেলায় একটি জেলা কমিটি রয়েছে। উপজেলা কমিটি সরকারি নির্দেশনা মতে প্রতি বছরই ধান ও চাল সংগ্রহ করে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়