বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ১৯:১৫

চাঁদপুর হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এখন আর মেয়েরা পিছিয়ে নেই -মেয়র জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
এখন আর মেয়েরা পিছিয়ে নেই -মেয়র জিল্লুর রহমান জুয়েল

পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।২ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

এসময় তিনি বলেন,আজকের বাংলাদেশ অনেক উন্নত। এখন আর মেয়েরা পিছিয়ে নেই।এটিই শেখ হাসিনার বাংলাদেশ। মানুষ আরো উন্নত হতে চায়। এই উন্নত হতে হলে দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।আগামী একবছর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের ঠিক করতে হবে আপনারা কাকে ভোট দিবেন।

তিনি বলেন, বিদ্যালয়ের কিছু কাজ রয়েছে সেগুলো সহসাই হয়ে যাবে। আপনারা জানেন পৌরসভার যেসব স্কুল রয়েছে সেগুলোর খরচ নিজস্ব আয় থেকে স্কুল গুলোর খরচ বহন করতে হয়। প্রাথমিক হাই স্কুল মিলিয়ে চাঁদপুর পৌরসভা ৭টি স্কুল পরিচালনা করে। কিন্তু আমাদের কোন কলেজ নেই। আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে নতুন বাজার শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করেছি। স্কুলের পাশাপাশি পৌরসভার পরিচালিত কলেজ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী আব্দুল আইয়ুবের পরিচালনায় বিশেষ অতিথির প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,স্থানীয় কাউন্সিলর ও পৌরসভা শিক্ষা কমিটি আহবায়ক খালেদা আক্তার,পৌর শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ক্রীড়ানুষ্ঠান উপভোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়