রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২০:৪৩

মতলব উত্তরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মুখে : ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু

মাহবুব আলম লাভলু।।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মুখে : ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু
মতলব উত্তরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু।

মতলব উত্তর উপজেলার ধনাগোদা সেচ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীরপাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু।

মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি হানিফ পাটোয়ারী, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জি, ষাটনল ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া প্রমুখ।

মতলব উত্তরের মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে।

সভায় প্রধান অতিথি ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু বলেন,

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ এখন হুমকির মুখে। এভাবে যদি বালু উত্তোলন চলতে থাকে তাহলে এ এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে।

তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসন যথাযথ ব্যবস্থাগ্রহণ করে বালু উত্তোলন বন্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়