রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২২:২১

শাহরাস্তিতে রুচি ওয়ার উদ্বোধন

শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তিতে রুচি ওয়ার  উদ্বোধন

কমপ্লিট ওয়ারড্রোব ফর দ্যা হোল ফ্যামিলি' এই স্লোগানে শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারের দুবাই শপিং কমপ্লেক্সে আত্মপ্রকাশ করলো 'রুচি ওয়ার' নামে একটি ফ্যাশন গ্যালারি।

আধুনিক, মানসম্মত ও রুচিশীল পোশাকের এক বিশাল সমাহার নিয়ে ঠাকুর বাজারে রুচি ওয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে রুচি শো-রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রুচি ওয়ার-এর স্বত্বাধিকারী শাহরিয়ার ইসলাম (চয়ন) সাংবাদিকদের জানান, ফ্যাশনপ্রিয় ক্রেতার পছন্দ ও চাহিদার দিকে খেয়াল রেখে রুচি ওয়ার নিয়ে এসেছে ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড পোষাক ৷ বাংলাদেশের প্রতিযোগিতামূলক ফ্যাশন মার্কেটে ক্রেতা সন্তুষ্টির উপর ভিত্তি করে রুচি ওয়ার তার ব্যবসা পরিচালনা করবে। সেক্ষেত্রে শাহরাস্তিতে দাম ও গুণগত মানে ফ্যাশন জগতে এক অনন্য সেরা নাম হবে 'রুচি ওয়ার'। সবধরনের স্টাইলিস্ট ও এক্সক্লোসিভ পোষাকের কালেকশনে ক্রেতারা খুঁজে পাবেন অভিনবত্ব, আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। ফলে পোশাক কিনতে আপনাকে আর রাজধানী, জেলা বা বিভগীয় শহরে যেতে হবে না। আমরা পণ্য বিক্রয়ের মাধ্যমে কাস্টমারের সাথে সুদীর্ঘ সম্পর্কের সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করবো । আমাদের একটা ফ্যাসিলিটি থাকবে এমন, ক্রেতারা ভালো করে দেখে কেনার পরও ৩ থেকে ৭ দিনের মধ্যে কোনো প্রকার ত্রুটি দেখা দিলে তা রিটার্ন করার সুযোগ থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়