শনিবার, ২৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৯:১৮

'নিকলি হাওরে'র খ্যাতিতে বহুল পরিচিত

গাজীপুর-ধানুয়া সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন

বড়ো ধরনের দুর্ঘটনার শঙ্কা

প্রবীর চক্রবর্তী
গাজীপুর-ধানুয়া সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন

ফরিদগঞ্জের 'নিকলি হাওরে'র খ্যাতিতে বেশ পরিচিত ডাকাতিয়া নদীর গাজীপুর-ধানুয়া সেতুর সংযোগ সড়কে বড়ো ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কের নিচের বালি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও যানবাহনের বাড়তি চাপে এবং বৃষ্টি বাড়লে এই ভাঙ্গন বেড়ে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও উপজেলা প্রকৌশলী দ্রুত ভাঙ্গন স্থান মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর ৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৯৯ মিটার লম্বা সেতুটির নির্মাণ কাজ শুরু করে। ২০১৯ সালের শেষের দিকে এসে সেতুটির কাজ শেষ হয়।

দুপাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ও সেতুর নির্মাণ শৈলীর কারণে এটি দ্রুত ধানুয়ার নিকলি হাওর নামে পরিচিতি পায়। প্রতিদিন বিকেলে জেলার গণ্ডি ছাড়িয়ে হাজারো দর্শনার্থী বিনোদনের আশায় এই সেতুটিকে বেছে নেয়। দুই ঈদসহ বিভিন্ন বড়ো ধরনের ছুটির সময়ে ভ্রমণ পিপাসুদের আড্ডার স্থান হিসেবে এখনো জনপ্রিয়।

কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এবং অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতু উদ্বোধনের পূর্বে সংযোগ সড়কের ধানুয়া অংশে ভাঙ্গন দেখা দেয়। ওই সময়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামত করে। কিন্তু এ বছর সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কে বড়ো ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া নির্মাণের পর থেকে সেতুর দুপাশের সড়কে আর কোনো মেরামত ও সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কাজ হয়নি। ফলে সেতুকেন্দ্রিক এক সময়ের উপচেপড়া ভিড় এখন অনেকটা হ্রাস পেয়েছে। যদিও ছুটির দিনগুলোতে বিনোদনপ্রিয় মানুষের অন্যতম আর্কষণের কেন্দ্রবিন্দু এখনো এই সেতু।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী খোরশেদ আলম, গাড়ি চালক মফিজুল ইসলাম, স্কুল পড়ুয়া শিক্ষার্থী আল আমিনসহ আরো অনেকেই জানান, ভাঙ্গনের কারণে ইতোমধ্যে বেশ ক'টি দুর্ঘটনা ঘটেছে। দিনদিন ভাঙ্গনের পরিধি বাড়ছে। দ্রুত সংস্কার করা না হলে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাবে। ফলে ডাকাতিয়া নদীর দুই পাড়ের বাসিন্দা ছাড়াও সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও এই অঞ্চলের লাখো মানুষ চরম দুর্ভোগে বাড়বে।

গাজীপুর বাজারের ব্যবসায়ীরা জানান, সেতুর কারণে তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হলেও সেতুর দুুই পাড়ের রক্ষনাবেক্ষণ ও দৃষ্টিনন্দন করার জন্যে কর্তৃপক্ষকে আরো উদ্যোগী হওয়ার কথা ছিলো। কিন্তু আদতে কেউই আর উদ্যাগ না নেয়ায় ক্রমেই সেতুৃটি তার সৌন্দর্য হারাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, সেতুর দু পাশে অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতুর সংযোগ সড়কের নিচের বালি সরে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ধানুয়া-গাজীপুর সেতুর পূর্ব তথা গাজীপুর অংশের সংযোগ সড়কে ধসের কথা জেনেছি। আমরা দ্রুত তা মেরামতের জন্যে ব্যবস্থাগ্রহণ করবো। এর আগেও সেতুর অপর অংশে ভাঙ্গন দেখা দিলে আমরা দ্রুত মেরামত করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়