প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:৩৩
খাল খননের পর বৃষ্টিতে ভেঙ্গে পড়লো রঘুনাথপুর সড়ক
রিটেইনিং ওয়াল না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জনসাধারণের চলাচল

চাঁদপুর-রঘুনাথপুর সড়কের পাশের খালটি বেশ ক'মাস আগে খনন করা হয়েছিল। খনন কাজের পর থেকে সড়কের পাড় দুর্বল হয়ে পড়ে।
|আরো খবর
এরই মধ্যে টানা ক'দিনের ভারী বৃষ্টিপাতে সড়কের একাংশ ধসে পড়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সড়ক দিয়ে চলাচল করা যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা।
বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাল খননের পর সড়কের পাড়ে কোনো প্রকার শক্ত প্রতিরক্ষা বা রিটেইনিং ওয়াল তৈরি করা হয়নি।
ফলে বৃষ্টির পানি ও স্রোতে সড়কটি দ্রুত ভেঙ্গে পড়েছে।
সড়কের ভেঙ্গে পড়া স্থানটিতে দ্রুত ব্যবস্থা না নিলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা জনজীবনে আরও ভয়াবহ দুর্ভোগ বয়ে আনবে।
তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিসিকে/এমজেডএইচ