শনিবার, ১৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২৩:৩১

গোল্ডেন জিপিএ প্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
গোল্ডেন জিপিএ প্লাস প্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়

ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী মৃত্তিকা নন্দী পূজা ও খুশি রাণী ঘোষ সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ প্লাস প্রাপ্ত হওয়ায় তাদেরকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দিলো কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল বেলা নগরীর রাণীর বাজার রোডস্থ রাসস্থলীতে এ সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের ৩য় বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে বৈদিক মন্ত্র ও গীতার প্রতিটি অধ্যায়ের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মাঝে পুরস্কার ও মেধা স্বীকৃতি সনদ বিতরণ করা হয়। এরা হলেন : ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী প্রান্তিক দত্ত, চিন্ময় কুমার দত্ত, মৃদুল ভৌমিক, সৃষ্টি দেবনাথ, নম্রতা সূত্রধর, অপরাজিতা অধিকারী, প্রাঞ্জল দত্ত, অনির্বাণ ভৌমিক, তরী সরকার, বৈশাখী সোম, চৈতি, পূজা দত্ত, মুগ্ধ দত্ত, কৃশ ঘোষ, তনয়া চন্দ, সেগুপ্তা দাস পিউ, উদ্ভাস ঘোষ, ঐশী সাহা, স্নেহা ও প্রত্যয় ঘোষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের দুই শিক্ষার্থী সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই অনুষ্ঠানে জিপিএ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মাধ্যমে তাদের এই সাফল্যে উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক জেলা জিপি অ্যাডভোকেট তপন বিহারী নাগ, উপদেষ্টামণ্ডলীর সদস্য রোটা. নারায়ণ চন্দ্র ভৌমিক, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, উপদেষ্টামণ্ডলীর সদস্য তাপস কুমার নাহা ও উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের সভাপতি (কর্ণধার) আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ ত্রিশূল গীতা শিক্ষালয়ের অন্য নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়