প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২২:৫৮
হাইমচরে চব্বিশের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলায় চব্বিশের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল ১০টায় উপজেলার আলগী বাজারে এই বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
মিছিলে উপজেলা বিএনপি সহ-সভাপতি আ. খালেক খান, মিজানুর রহমান শেখ, হারুনুর রশিদ ভুট্টো মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ গাজী, মো. বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাহ উদ্দিন হাওলাদার, আ. কুদ্দুছ মেহনতি, মো. জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও মো. আজিজুল হক বাবুল।
এছাড়া দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এস.এম.এ. মান্নান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. খলিলুর রহমান পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন জোটন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শহীদদের স্মরণে এই মৌন মিছিল এলাকার রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।