প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২৩:০৪
ঢাকায় জামায়াতের সমাবেশে চাঁদপুর থেকে যাচ্ছে ১৫ থেকে ২০ হাজার নেতা-কর্মী
জেলাবাসীর দোয়া চাইলেন সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া

শনিবার (১৯ জুলাই ২০২৫) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ২০২৫। এই সমাবেশে চাঁদপুর জেলা থেকে ১৫-২০ হাজারের বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
|আরো খবর
তিনি জানান, সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই লঞ্চ বাস-মাইক্রোবাসযোগে নদী এবং সড়ক পথে জামায়াতের জেলা, উপজেলা ও শহর ইউনিটের সকল স্তরের নেতা-কর্মীবৃন্দ
ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল দশটার মধ্যে জাতীয় সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। অনেকেই আবার শুক্রবার রাতে রওনা হয়ে গেছেন।
তিনি বলেন, 'এই মহাসমাবেশে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। ঢাকার এই জনসভা জাতির জন্যে মাইল ফলক হয়ে থাকবে। আমরা চাঁদপুরবাসীর দোয়া চাই।
তিনি আরও বলেন, 'এ সমাবেশের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে নির্বাচন, বিচার ও সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেয়া হবে।'
জামায়াত সূত্রে জানা গেছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এটি দলটির এককভাবে ঢাকায় প্রথম বড়ো রাজনৈতিক জনসভা। এতে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে দলীয় নেতা-কর্মীরা আশা করছেন।