প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:৫৮
বৃষ্টি যখন নামে

জহিরুল হক বিদ্যুৎ
বৃষ্টি যখন নামে
নামলো বৃষ্টি টাপুর টুপুর, মাটির বুকে ওই,
ভিজে মাটির সেঁাদা গন্ধে মনটা হারায় কই!
টিনের চালে একঘেয়ে সুর কী যে মিষ্টি লাগে,
পুরানো সেই স্মৃতির ছবি এক নিমেষে জাগে।
ঝমঝমিয়ে নামে যখন মুষলধারার জল,
রাস্তাঘাটে জল জমে খুব করে যে টলমল।
সবুজ পাতায় মুক্তো জমে নতুন রঙে সাজে,
মনটা আমার ময়ূর হয়ে আপন সুরে নাচে।
জানলা ধরে উদাস চোখে বাইরে চেয়ে থাকা,
পার্কে বসে বৃষ্টি ভেজার অনেক স্মৃতি অঁাকা।
কোথায় গেল পাতার ছাতা কাগজের সে নাও?
বৃষ্টি এলেই মনটা বলে, “আবার ফিরে চাও”।
হাতে গরম চায়ের কাপ ও পাশে গল্পের বই,
শান্তি ভরা এমন দুপুর আর আছে কি কই?
বৃষ্টি ধুয়ে দিক শহরের সব রুক্ষ আর ধুলো,
নতুন করে প্রাণ ফিরে পাক মুছে ক্লান্তিগুলো।
ছবি-৩০
ইমরান শা’কির ইমরু
প্রেমিক
আমি নিয়ম মুছে ফেলি
ঘোষণা দিই অনিঃশেষ প্রেম
কোনো চাওয়া নেই আমার জীবনে।
নিষেধাজ্ঞা অতিক্রম করি অবলীলায়
হঁাটি প্রেমের গলিতে সহস্র বছর
কয়লায় পুড়ে যাই
জ্বলন্ত দেহ, অকাতর চিৎকার
শোনো পৃথিবী-আমার চেয়ে বড় প্রেমিক নেই
নেই ভালোবাসা-কাতর নির্লজ্জ।
আমার জন্ম-মৃত্যু ঘিরে
জেগে থাকে অদৃশ্য মায়া
সুর স্রোতে ভাসি
পাপ-পুণ্য হৃদয় স্পর্শ করতে পারে না!