প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৭:১৩
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে তারুণ্যের অগ্রদূতের ফল বিলাস

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) চাঁদপুর রোটারী ভবনে তারুণ্যের অগ্রদূত, চাঁদপুর-এর প্রতিষ্ঠিত অগ্রদূত বিদ্যানিকতনের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মাহমুদ হাসান খান (উপদেষ্টা), আরমান চৌধুরী (উপদেষ্টা) ও রণ্টি পোদ্দার ( উপদেষ্টা)। আরো উপস্থিত ছিলেন
|আরো খবর
প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ, রুবা, রিয়াজ, ফাহিম, জুহানি, জোয়া, সামান্তা সহ সংগঠনের আরো অনেক স্বেচ্ছাসেবক বন্ধু।
অনুষ্ঠানে প্রায় একশ' শিক্ষার্থীর মাঝে নানা রকমের ফল বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো নাচ, গান আর কবিতা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের বন্ধু জোহা।