বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫

তারুণ্যের অগ্রদূতের এক যুগে পদার্পণ উৎসব

স্টাফ রিপোর্টার।।
তারুণ্যের অগ্রদূতের এক যুগে পদার্পণ উৎসব
পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের অগ্রদূতের একযুগে পদার্পণ উৎসব উদযাপনে অতিথিসহ অংশগ্রহণকারীরা।
চাঁদপুরের সামাজিক সংগঠন 'তারুণ্যের অগ্রদূত'-এর ১১ বছরপূর্তি ও এক যুগে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবসের দিনে চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্রদূত বিদ্যানিকেতনের প্রায় ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা ও ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন, উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান এবং ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ধ্রুবরাজ বণিক। উপস্থিত উপদেষ্টামণ্ডলীর প্রত্যেকেই তারুণ্যের অগ্রদূতকে নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অগ্রদূত বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। কেক কাটা, অনুভূতি প্রকাশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ। উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য প্রণয় মণ্ডল ও নবনীতা কর্মকার।
এছাড়া বর্তমান কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা দাস, জাহিদ হাসান রিপন, অংগন চক্রবর্তী, ফারজানা চাঁদনী, আফরোজা আক্তার, সোহানুর রহমান, রাকিব হোসাইন, সাকিবুল হাসান, ইয়াসিন মোবারক, অমিত ঘোষ, নিলয় সাহা এবং ইসরাত জাহান নিশি।
অনুষ্ঠান শেষে অগ্রদূত বিদ্যানিকেতনের ২০২৫ সালের সেরা শিক্ষক হিসেবে সোহানুর রহমান ও অমিত ঘোষকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ছয় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এ আয়োজনের মাধ্যমে তারুণ্যের অগ্রদূত সামাজিক, উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রমে তাদের ধারাবাহিক অগ্রযাত্রার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়