প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৫
একুশ উদযাপনে এনসিটিএফ-এর ব্যতিক্রমী আয়োজন
"শিশুদের প্রাকৃতিক বিষয়ে শিক্ষা দেওয়া তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হওয়া উচিত।”
|আরো খবর
“শিশুরা জন্মগতভাবে আশ্চর্যবোধ এবং প্রকৃতির
সাথে একটি স্নেহ বোধ নিয়ে জন্মায়। যথাযথভাবে চাষ করা হলে এই মানগুলি বাস্তুশাসিত সাক্ষরতায় পরিণত হতে পারে এবং শেষ পর্যন্ত জীবনযাত্রার টেকসই বিন্যাসে পরিণত হতে পারে।"
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে চাঁদপুর জেলা এনসিটিএফ এর আয়োজনে তারুণ্যের অগ্রদূত এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় ৩টি ইভেন্ট এর আয়োজন করা হয়েছিল। প্রথম ইভেন্টটি ছিল কবিতা আবৃতি দ্বিতীয় ইভেন্ট ছিল দেশাত্মবোধক গান প্রতিযোগিতা এবং শেষ ইভেন্টটি ছিল সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। সকল শিশুরা খুব স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় গুলোয় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ইমরান হোসেন সভাপতি তারুণ্যের অগ্রদূত। বিশেষ অতিথি ছিলেন প্রীতি ঘোষ সেক্রেটারি তারুণ্যের অগ্রদূত। তারা তাদের বক্তব্যের মধ্যে সমাজের অবহেলিত শিশুদের নিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আঞ্জুমান আরা আকসা সভাপতি এনসিটিএফ চাঁদপুর।
অনুষ্ঠানে বিজয়ীসহ সকল শিশুদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ চাঁদপুর জেলা সহ-সভাপতি আনাস ইবনে আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহতাসিনা তানি, সাংগঠনিক সম্পাদক ত্বহা মাহমুদ ইফতি, শিশু গবেষক সাহিরা নাছির (মেয়ে), চাইল্ড পার্লামেন্ট মেম্বার ওমায়ের মাহমুদ (ছেলে), চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাসনিয়া আক্তার (মেয়ে), শিশু সাংবাদিক সপ্তক বিশ্বাস (ছেলে), এবং সাধারণ সদস্য সিয়ামুর রহমান ইরফান খান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সাফল্যমন্ডিত করে সকল সহযোগিতায় সাথে ছিলেন এনসিটিএফ চাঁদপুর জেলার জেলা ভলান্টিয়ার জুবায়ের ইসলাম।