শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২০:০৩

কচুয়ায় জুলাইযোদ্ধা ও শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল

আলমগীর তালুকদার।।
কচুয়ায় জুলাইযোদ্ধা ও  শহীদদের স্মরণে  কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল
কচুয়ায় জুলাইযোদ্ধা ও শহীদদের স্মরণে মৌন মিছিলের একাংশ।

কচুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জুলাইযোদ্ধা ও শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ, মৌন মিছিল, স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে । কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শক্রমে জুলাই শহীদদের স্মরণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল কচুয়া পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিমের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন, সদস্য সচিব দুলাল প্রধান প্রমুখ।

কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য হাজী আব্দুল হাই, মনির হোসেন, কবির হোসেন মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান, আব্দুস সালাম প্রধান, ফখরুল ইসলাম, শাহজাহান প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ গাজী, সদস্য সচিব মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রোমান হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন দেওয়ান, মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, কাজী মাহবুব, শরাফত মজুমদার, ফারুক হোসেন মেম্বার, শফিউল্লাহ, ডাক্তার আবু হানিফ দুলাল, আব্দুল করিম, আবু তাহের মজুমদার, সাধারণ সম্পাদক আলী আহমেদ, আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসেন পাটোয়ারী, আমির হোসেন মেম্বার, আবুল কালাম মেম্বার, ডা.আবুল হোসেন, আমির হোসেন, মোস্তফা কামালসহ সহস্রাধিক নেতা-কর্মী সমর্থক মৌন মিছিল ও স্মরণসভায় অংশগ্রহণ করেন। শহীদ জুলাইযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়