প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৮:৪২
শিশু পরিবারে চাঁদপুর রোটারী ক্লাবের 'পাঠ সহজিকরণ প্রকল্পে'র কাজ শুরু

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার সরকারি শিশু পরিবারে চাঁদপুর রোটারী ক্লাবের 'পাঠ সহজিকরণ প্রকল্পে'র কাজ বিপুল উৎসাহের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রকল্প আহ্বায়ক, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান অধ্যাপক মো. জাকির হোসেনের তত্ত্বাবধানে আটজন শিক্ষক শিশু পরিবারের তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া শিশুদের বিদ্যালয়ের পাঠ পর্যালোচনা করে সহজভাবে সেটি তাদেরকে আত্মস্থ করার প্রয়াস চালান। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এই প্রয়াস অব্যাহত থাকবে বলে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিঞা) ও সম্পাদক রোটারিয়ান নাজিমুল ইসলাম (এমিল) জানিয়েছেন।