প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
আচরণ বিধি লঙ্ঘন করে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় ফরিদগঞ্জের ৬৭ শিক্ষক!
আচরণ বিধি লঙ্ঘন করে জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগ দায়ের করা হয়েছে ফরিদগঞ্জের ৬৭ জন শিক্ষকের বিরুদ্ধে।
গত সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, চাঁদপুর (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) বরাবর একটি অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে। যা বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কর্তৃক ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২০ (খ) নং বিধির সরাসরি লঙ্ঘন। ওসমান গনি স্বাক্ষরিত এক আবেদনে আশঙ্কা প্রকাশ করে উল্লেখ করা হয়, সরকারি বিধিমালা থাকা সত্ত্বেও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হারুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে হাটে বাজারে, অফিস আদালতে, রাস্তা-ঘাটে উঠান বৈঠকসহ মিছিল মিটিংয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে যাচ্ছেন। এসব শিক্ষককে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার পদে নিয়োগ দিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাঘাত ঘটতে পারে। অভিযোগপত্রে যেসব শিক্ষকের নাম দেওয়া হয়েছে, তাদের অধিকাংশ কড়ৈতলী আলিম মাদ্রাসা, সেকদি এস.কে.ইউ. বালিকা দাখিল মাদ্রাসা, বালিথুবা শামছুদ্দিন আদুদিয়া মাদ্রাসা, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, লাউতলী ডা. রশিদ আহমদ কলেজ, কালিরবাজার কলেজ, দারুল এখলাছ দাখিল মাদ্রাসা, কামতা ফাযিল মাদ্রাসা, কাওনিয়া ফাযিল মাদ্রাসা, কাছিয়াড়া ফাযিল মাদ্রাসা, ঘনিয়া কামিল মাদ্রাসা, রামদাসেরবাগ আলিম মাদ্রাসা, লক্ষ্মীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসা, রূপসা আহম্মদিয়া মাদ্রাসা, গাজীপুর ফাযিল মাদ্রাসা, আলোনিয়া ফাযিল মাদ্রাসা, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, হাজী সেলিম উচ্চ বিদ্যালয়, লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসা, মানুরী ফাযিল মাদ্রাসা, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ, গল্লাক স্কুল এন্ড কলেজ, চরপাড়া দাখিল মাদ্রাসা, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, পশ্চিম পোঁয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, ইসলামপুর শাহ ইয়াছিন ফাযিল মাদ্রাসা, পুরাণ রামপুর আব্দুর রব আলিম মাদ্রাসা, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা, কাশারা সিনিয়র মাদ্রাসা ও মুন্সীরহাট আলিম মাদ্রাসায় কর্মরত।








