প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৩
চাঁদপুর যুব রেডক্রিসেন্টের হানারচর ইউনিয়নে কম্বল বিতরণ

গত ১৩ জানুয়ারি মঙ্গলবার যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের উদ্যোগে এবং International Federation of Red Cross and Red Crescent Societies -এর সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের, চালিতাতলী উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট এডিটের সহকারী পরিচালক ও ইউনিট কর্মকর্তা নুরুল করিম, চালিতাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেক যুব প্রধান তাহমিনা আক্তার, বর্তমান যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরী, উপ যুব প্রধান -১ ফয়সাল শেখ ও ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।







