প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৮
নায়েরগাঁও-পিতাম্বর্দী সড়কের বেহাল অবস্থা
মতলবে জনগণের ভোগান্তি চরমে

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও-পিতাম্বর্দী সড়কের বেহাল অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন ও পথচারীরা। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ও ভোগান্তিতে পড়েছে ওই সড়ক ব্যবহারকারী লোকজন।
সরজমিনে দেখা যায় , নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ থেকে পিতাম্বর্দী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দীর্ঘদিন যাবত সংস্কার না করায় ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। পিচ ঢালাইয়ের সাথে কংক্রিট উঠে অনেকাংশে মাটির রাস্তায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন এবং পথচারীরা চলাচল করছে । যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত রাস্তাটিতে কাজ না করায় সেটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে । বড়ো বড়ো গর্ত হওয়ায় যানবাহনের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্কুল শিক্ষক ইকবাল হোসেন বলেন, মতলব দক্ষিণ, কচুয়া ও দাউদকান্দি উপজেলার লোকজন এ সড়কে প্রতিনিয়ত যাতায়াত করছে। সড়কটি
পুনঃনির্মাণ না করায় স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সময়ে এই সড়কটি মেরামতের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, গত ২০১৭-১৮ অর্থ বছরে ১২ ফুট প্রশস্তে এ সড়কের নির্মাণ কাজ হয়েছিল। যানবাহন ও জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে সড়কটি ১২ থেকে ১৮ ফুট প্রশস্তকরণের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদনের অপেক্ষার মধ্যেই সড়কটি নষ্ট হয়ে গেছে এবং এলাকার লোকজন ভোগান্তিতে পড়েছে।








