প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২২:২৮
ফরিদগঞ্জে ইউএনও বরাবর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন ভাতা, কল্যাণ ভাতা দ্রুত প্রদান এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের মাধ্যমিক পর্যায়ে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবসরকালীন ও কল্যাণ ভাতা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। অবসরের পর এসব প্রাপ্তি অনেক সময় বছরের পর বছর বিলম্বিত হয়, যা শিক্ষক সমাজের জন্যে অত্যন্ত কষ্টকর। এছাড়াও সরকারি প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে যে বৈষম্য রয়েছে, তা দূর করা অত্যন্ত জরুরি।
স্মারকলিপিতে উল্লেখিত তিনটি প্রধান দাবি হলো : অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের ৩ মাসের মধ্যে প্রদান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ। এসব বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ ও সুপারিশ প্রেরণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির উপজেলা সভাপতি মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সভাপতি রেজওয়ান আজম ও সদস্য জাকির হোসেন পাটওয়ারী, মো. এমরান হোসেন, মো. সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দেন এবং শিক্ষক সমাজের এ ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।