প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১:৩৩
ইলিশের ভ্যালু চেইন উন্নয়নে জেলা প্রশাসকের সাথে মৎস্য ব্যবসায়ীদের মতবিনিময়

চাঁদপুরে ইলিশের ভ্যালু চেইন উন্নয়নে জেলা প্রশাসকের সাথে মৎস্য ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের মৎস্য বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন,
ইলিশের সুষ্ঠু বিপণন ও সংরক্ষণের জন্যে আধুনিক ল্যান্ডিং স্টেশন নির্মাণ এখন সময়ের দাবি। তাই আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।
জেলা প্রশাসক জানান, ঢাকা থেকে অনেক ক্রেতা চাঁদপুরে ইলিশ কিনতে এসে মাছের দাম ও সংকট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মাছঘাট, ক্রেতা-বিক্রেতা উভয়ের দেখাশোনার দায়িত্ব আমাদের। এখানে আমার অনেক কাজ করার সুযোগ রয়েছে। তাই আমি চাই ইলিশ ঘাটে একটি উন্নতমানের ল্যান্ডিং স্টেশন গড়ে তুলতে।
তিনি আরো বলেন, প্রস্তাবিত ল্যান্ডিং স্টেশন হবে তিনতলা বিশিষ্ট একটি মানসম্পন্ন ভবন। যেখানে থাকবে— পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত টয়লেট, খাবারের ব্যবস্থা, পর্যটকদের জন্যে থাকার ব্যবস্থা, একটি হোটেল এবং গবেষণার জন্যে একটি প্রসেসিং জোন।জেলা প্রশাসক বলেন, আপনারা যে সনাতনী পদ্ধতিতে মাছ বিক্রি করছেন, এখন সময় এসেছে তা পরিবর্তনের। ভবিষ্যতের চাহিদা ও সম্ভাবনার কথা মাথায় রেখে আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে ইলিশ বিপণন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমরা সবাই ইলিশ রক্ষা করতে চাই, কিন্তু কার্যকর উদ্যোগ নেই। প্রজনন মৌসুমে মা ইলিশ উৎপাদনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এছাড়া ইলিশের আধুনিক বিপণনে চাঁদপুরে একটি ল্যান্ডিং স্টেশন হবে, এটাই ফাইনাল।
সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আ. বারী মানিক জমাদার, সাধারণ সম্পাদক শবেবরাত সরকার, কমিটির সদস্য ও আড়তদার আকবর আলী, খোকন খাঁ ও ইউছুফ বন্দুকশী। তারা মাছঘাট ও ব্যবসার ভালোমন্দ দিকগুলো নিয়ে আলোচনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় ইলিশভিত্তিক পর্যটন, ব্যবসা, গবেষণা ও সংরক্ষণকে ঘিরে সামগ্রিক উন্নয়নের একটি রোডম্যাপ উপস্থাপিত হয় এবং সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানান।