শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭

হাজীগঞ্জ পাইকারী বাজারে মিলেছে ১২ হাজার মিটার কারেন্ট জাল

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ পাইকারী বাজারে মিলেছে ১২ হাজার মিটার কারেন্ট জাল

হাজীগঞ্জ বাজারে জালের পাইকারী বাজার হলো কাপড়িয়া পট্টিসহ তৎসংলগ্ন বিভিন্ন দোকান। এই সকল দোকানের আবার ভিন্নস্থানে রয়েছে একাধিক গুদাম। যাতে ঠাসা থাকে নিষিদ্ধ কারেন্ট জাল। এ রকম দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস কর্মকর্তা।কাপড়িয়া পট্টির লোকনাথ সুতাঘর ও প্রদীপ স্টোর সহ ৬টি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, বহু দিন খবর ছিলো হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির একাধিক দোকানে বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল পাইকারী ও খুচরা বিক্রয় হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল অভিযান চালিয়ে সত্যতা মিলে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান চলাকালে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারি নওরীন দীনা মোস্তারীন সহ কয়েকজন মৎস্য চাষী এবং হাজীগঞ্জ থানার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলাতানা রাজিয়া জানান, কারেন্ট জাল সরকারি বিধি মোতাবেক অবৈধ। মাছের পোনা নিধনে এটি ব্যবহার হয়। হাজীগঞ্জ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এমন হীণ কাজ করে আসছেন। কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে শাস্তির আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিনের জব্দকৃত কারেন্ট জালগুলো

পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়