প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫
রূপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগ
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়ানুষ্ঠান

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদগঞ্জে খতমে কোরআন, মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রূপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়াপূর্ব স্মৃতিচারণ সভায় রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী ওয়াকফ এস্টেট, সৈয়দ আবদুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেট ও তহুরুননেছা চৌধুরানী ওয়াকফ এস্টেট-এর মোতওয়াল্লী এবং মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাছান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ও রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু। আলোচনা শেষে সন্তোষপুর দরবার শরীফের পীর হযরত মাও. আব্দুল করীম বিন মুহাম্মদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
|আরো খবর
স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্যে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। মারাত্মক অসুস্থ হয়েও তিনি নিজের চিকিৎসার কথা না ভেবে এদেশের গণতন্ত্রকামী মানুষের কথা ভেবে বিদেশে যাননি। ফলে তাঁর মৃত্যুর পর সারাদেশের মানুষ শোকাতুর হয়েছে। তাঁর জানাজায় অসংখ্য মানুষ ছিলো বলে ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়। দোয়া অনুষ্ঠান শেষে কয়েক সহস্রাধিক মানুষের মাঝে তবররুক বিতরণ করা হয়।








