বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২০:০৯

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কচুয়ায় জিয়া সাইবার ফোর্সের দোয়া ও মিলাদ

মো. আলমগীর তালুকদার।।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কচুয়ায় জিয়া সাইবার ফোর্সের দোয়া ও মিলাদ
কচুয়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া সাইবার ফোর্সের দোয়া ও মিলাদে উপস্থিতির একাংশ।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে কচুয়ায় জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেলে কচুয়া উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের আয়োজনে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। জিয়া সাইবার ফোর্স চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক খালিদ হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাছির মির্জার পরিচালনায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন ও মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য আলমগীর হোসেন, খোরশেদ আলম, মহিউদ্দিন কামাল, ছফিউল্লাহ, শাকিল সরকার, ফরহাদ হোসেন, বোরহান উদ্দিন, কামরুল মুন্সি, আরিফ তালুকদার, জাহিদ হোসেন, রুবেল, দিদারুল ইসলাম, আ. খালেক, মাসুদসহ জিয়া সাইবার ফোর্স উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দল চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়