প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩১
চাঁদপুরে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে হুলুস্থুল!
সড়ক অবরোধ ও স্কুলে তালা ঝুলিয়ে অভিভাবকদের বিক্ষোভ!

৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। ভর্তির সুযোগ না পেয়ে উত্তেজিত অভিভাবকরা সকাল থেকেই বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এবং একপর্যায়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
|আরো খবর
"ভর্তির সুযোগ না দিলে রাস্তা ছাড়ব না"— এই স্লোগানে মুখর বাবুরহাট এলাকা। চাঁদপুরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তির নিশ্চয়তা চান অভিভাবকরা। সরাসরি দেখুন ভিডিওতে।
বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীরা হাইস্কুলের প্রধান গেট তালাবদ্ধ করে প্রতিবাদ জানান। এতে করে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভর্তি বঞ্চিত অভিভাবকদের দাবি, চাঁদপুরের জেলা প্রশাসক সরাসরি হস্তক্ষেপ করে তাদের সন্তানদের ভর্তির সুব্যবস্থা করে দিতে হবে।
আন্দোলনরত অভিভাবকরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি থেকে সরবেন না। তাদের মতে, সন্তানদের শিক্ষা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের নির্দেশ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ডিসিকে/এমজেডএইচ








