বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

কুমিল্লা রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে তীর্থ দর্শন ১৬ জানুয়ারি

অনলাইন ডেস্ক
কুমিল্লা রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে তীর্থ দর্শন ১৬ জানুয়ারি

রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লার উদ্যোগে তীর্থ দর্শন আয়োজন করা হয়েছে। আসছে ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ৬টায় কুমিল্লা ঈশ্বর পাঠশালা @ মহেশাঙ্গন হতে যাত্রা। এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্য কিশোর দাস।

দর্শনীয় স্থানগুলো হচ্ছে : চন্দ্রনাথ ধাম, কৈবল্যনাথ ধাম ও প্রবর্তক মন্দির। তীর্থ যাত্রীদের জন্যে রয়েছে চার বেলা নিরামিষ খাবারের সু-ব্যবস্থা। জনপ্রতি প্রণামী এগারশো টাকা।

যেতে ইচ্ছুক সনাতনী সকলকে নিম্ন লিখিত ঠিকানায় কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

টিকেট সংগ্রহের স্থান: অভয় ফুডস কর্ণার এবং মোবাইল নম্বর : ০১৮৪২-১০৩২১০ (কিশোর দাস), ০১৭৫৮-৯১২৯২৪ (দুলাল দাস), ০১৯৮৯-৫৭১৪৭৬ (রাকেশ ভৌমিক) ও ০১৮৩৬-৪৯৯৬৬৭ (সুজন চক্রবর্তী)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়